Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Asansol :আসানসোলে নদীতে তলিয়ে যাওয়া গাড়ি উদ্ধার, মিলল চালকের মৃতদেহ

Car submerged in river in Asansol recovered, dead body of driver found
Car submerged in river in Asansol recovered, dead body of driver found

 

আসানসোল, ৩ আগস্ট : গতকাল রাতে গাড়ুই নদীতে তলিয়ে যাওয়া গাড়ি শনিবার সকালে উদ্ধার হল। আসানসোল পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে কল্যাণপুর হাউসিং এলাকা সংলগ্ন নদীতে গাড়িটি তলিয়ে যায়। জানা গিয়েছে, গাড়ুই ব্রিজ পার করার সময়ে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে চালক উপস্থিত ছিলেন। এরপর গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই এনডিআরএফ-এর টিম ঘটনাস্থলে যায়। শুরু হয় উদ্ধারকাজ।

সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল। ফলে গাড়িটি এক কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে আসানসোল পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের আজাদ বস্তি এলাকায় চলে আসে। এদিন সকালে সেখানেই গাড়িটি উদ্ধার করে এনডিআরএফ টিম। স্থানীয় কাউন্সিলর বলেন, গাড়ি এবং তার মধ্যে থেকে চালকের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চঞ্চল বিশ্বাস। তাঁর বাড়ি আসানসোল উত্তর থানার সুগম পার্ক এলাকায়।

You might also like!