ট্রাফিক নিয়ম অমান্যকারীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল রামপুরহাট সাব ট্রাফিক গার্ড। ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন যানবাহনে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' স্টিকার লাগানো হয়। এই উদ্যোগের মাধ্যমে পথচলতি গাড়িচালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয়। যেসব চালক ট্রাফিক নিয়ম মানছেন না, তাদেরকেও নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছে ট্রাফিক বিভাগ।