দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ জল্পনার পর অবশেষে ভারতে লঞ্চ হল Honor 90 5G স্মার্টফোন। তিন বছরের বিরতির পর এ দেশে নতুন কোনও স্মার্টফোন লঞ্চ করল এই সংস্থা। অন্যান্য 5G ফোনের মতো এতেও রয়েছে গুচ্ছের সুবিধা। তবে বাজার কাঁপাতে পারে Honor 90 5G'র ক্যামেরা।
200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দুর্দান্ত কম্বিনেশন নিয়ে এসেছে এই হ্যান্ডসেট। ক্রিস্টাল ক্লিয়ার ফটো তো উঠবেই তার সঙ্গে রয়েছে দুরন্ত Qualcomm'র প্রসেসর। বিস্তারিত ফিচার্স-এ যাওয়া আগে ফোনের দাম ও উপলব্ধতা সম্পর্কে জেনে নিন।
Honor 90 দাম
শপিং সাইট আমাজনে Honor 90 5G ফোনের দামে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। যার ফলে এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে কম দামে কেনা যাবে।
এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট আমাজনে 31,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই মডেলের দাম আগে 37,999 টাকা ছিল। এছাড়াও এই ফোনের দাম 4,000 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে ফলে এই ফোনটি কেনার জন্য গ্রাহকদের মাত্র 27,999 টাকা দাম দিতে হবে।
Honor 90 ফোনের টপ মডেল 33,999 টাকা দামে লিস্টেড রয়েছে। এই ফোনেও 4,000 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ফোনটি মাত্র 29,999 টাকার বিনিময়ে কেনা যাবে। জানিয়ে রাখি এই ফোনের লঞ্চ প্রাইস 39,999 টাকা।
Honor 90 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Honor 90 ফোনটিতে 6.7 ইঞ্চির 1.5কে কোয়াড কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 1600 নিটস্ পীক ব্রাইটনেস, 3840PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করেছে।
স্টোরেজ: Honor 90 ফোনে 12GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে 7GB virtual RAM রয়েছে যার মাধ্যে এই ফোনে মোট 19GB RAM উপভোগ করা যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Honor 90 5G ফোনটিতে ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 7.1 এ কাজ করে।