দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃOppo A2m স্মার্টফোন আজ লঞ্চ হল। কয়েকদিন আগেই এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করেছিল চায়না টেলিকম। ডিভাইসটি হাই বাজেট রেঞ্জে এসেছে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আবার Oppo A2m শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৫৬ ইঞ্চি আইপিএস এলসিডি সহ এসেছে। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
OPPO A2m এর দাম
চীনের বাজারে OPPO A2m ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 1499 অর্থাৎ প্রায় 17,100 টাকা।
ফোনটির 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টটি পেশ করা হয়েছে CNY 1799 অর্থাৎ প্রায় 20,700 টাকা দামে সেল করা হবে।
ফোনটির টপ মডেল 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ মডেলটি CNY 2099 অর্থাৎ প্রায় 23,900 টাকা দামে পেশ করা হয়েছে।
ফোনটি স্টারি নাইট ব্ল্যাক এবং ফ্লাইং ফ্রস্ট পার্পল কালারে সেল করা হবে।
OPPO A2m এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO A2m ফোনে 6.56 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 720 নিটস ব্রাইটনেস এবং 269 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য যোগ করা হয়েছে Mali-G57 MP2 জিপিইউ।
স্টোরেজ: OPPO A2m ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। বাজারে এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB মেমরি এবং 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট সেল করা হবে।
ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে আছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম, 5জি, 4G, ওয়াইফাই, ব্লুটুথ, 3.5mm অডিও জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
ওএস: OPPO A2m ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএসে কাজ করে।