Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Technology

4 days ago

UPI Rule Changes: আগস্টে চালু হচ্ছে UPI-র নতুন গাইডলাইন, জেনে নিন বিস্তারিত!

The new rules will be implemented from August 1, 2025, throughout India
The new rules will be implemented from August 1, 2025, throughout India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ডিজিটাল ইন্ডিয়ার ক্যাশলেস ইকোনমি গড়ার লক্ষ্যে মোদি সরকার ইউপিআই লেনদেনকে আরও বেশি নিরাপদ ও কার্যকর করতে আগ্রহী। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ১ আগস্ট ২০২৫ থেকে ইউপিআই ব্যবহারকারীদের বেশ কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে। পেটিএম, গুগল পে, ফোন পে এবং ভীম—আপনি যেটাই ব্যবহার  করুন—চলুন জেনে নিই,কী কী বদল হচ্ছে? 

১) আপনার ব্যালেন্স কত তা চেক করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এবার থেকে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স দেখতে পারবেন।

২) আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রেও থাকছে সীমা। দিনের মধ্যে সর্বোচ্চ ২৫ বার।

৩) অটো পো ট্র্যানজাকশনের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময় স্লট।

৪) আপনার লেনদেনের স্টেটাস দেখার ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাত্র তিনবারই তা দেখা যাবে এবং প্রত্যেক বার চেক করার ক্ষেত্রে থাকছে অন্তত দেড় মিনিট তথা ৯০ সেকেন্ডের ব্যবধান। 

দেশে প্রতিদিনই ইউপিআই লেনদেনের সংখ্যা ছয়শো কোটির গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে এপ্রিল ও মে মাসে, ডিজিটাল লেনদেন নিয়ে একাধিক সমস্যার অভিযোগ উঠে আসে। এসব ঘটনা খতিয়ে দেখে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (NPCI) বুঝতে পারে—এই জটিলতার  অন্যতম মূল কারণ হল ব্যবহারকারীদের বারবার ব্যালেন্স যাচাই করা কিংবা লেনদেনের স্টেটাস বারংবার রিফ্রেশ করা। এর ফলে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। আর তাই সার্বিক ব্যবস্থাকে আরও কার্যকর ও স্থিতিশীল করতে এনপিসিআই নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

You might also like!