দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি যদি কম দামে একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে তার জন্য দারুন সুযোগ আছে। খুব কম দামে Vivo-এর সস্তা 5G স্মার্টফোন Vivo Y100 ফোন কেনার সুযোগ রয়েছে। Vivo-এর এই ফোনটি কিনতে পারবেন অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon থেকে। Vivo-এর এই 5G ফোনটিতে 64MP OIS অ্যান্টি-শেক ক্যামেরা রয়েছে। অর্থাৎ আপনি ফটো তোলার সময় সব দিকের ভাল অ্যঙ্গেল পাবেন। ফোনটির ডিজাইনও প্রিমিয়াম দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আপনি Vivo-র এই ফোনে কী কী অফার পাবেন?
চীনে Vivo Y100 5G ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 8GB RAM ও 12GB RAM এর সঙ্গে 128GB, 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে প্রায় 16,000 টাকা। চীনে এই ফোনটি light green, Glass blue এবং Starry Night Black কালারে সেল করা হবে।
Vivo Y100 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্ট রিফ্রেশরেট ও 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 619 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: এই ফোনটি 12GB expandable RAM সাপোর্ট করে। ফলে এতে 12GB physical RAM এর সঙ্গে মোট 24GB RAM উপভোগ করা যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y100 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ করার জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।