Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

চা-কফি খেতে গিয়ে জিভ পুড়ে গিয়েছে, রইল জ্বালা ভাব থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

Tongue is burnt while drinking tea and coffee,
Tongue is burnt while drinking tea and coffee,

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবেশ গরম পড়ে গিয়েছে। এই সময় চা কিংবা কফি খেতে গিয়ে আচমকাই জিভ পুড়ে যেতে পারে। যার ফলে নানা সমস্যা দেখা যায়। রইল মুক্তি পাওয়ার পাঁচ ঘরোয়া উপায়।

টকদই

ফ্রিজে টকদই থাকলে জিভের পোড়া জায়গায় অল্প করে রেখে দিন। এতে জ্বালা ভাব থেকে মুক্তি পাবেন।

মধু

জিভের পোড়া জায়গায় মধু দিতে পারেন। এতে জ্বালা ভাব কমে। ফোসকাও পড়ে না।

চিনি

চা-কফি খেতে গিয়ে জিভ পুড়ে গেলে পোড়া জায়গায় একটু চিনি রেখে দিন। চিনি গলে গেলে জিভে জ্বালাও কমবে, মুখে স্বাদও ফিরবে।

দুধ

জিভ পুড়ে গেলে ঠাণ্ডা দুধ খেতে পারেন। এতে জ্বালা জ্বালা ভাব কমবে।

অ্যালোভেরা জেল

যে কোনও কাটা ছেড়া জায়গায় অ্যালোভেরা জেল লাগালে জ্বালা ভাব থেকে মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে জিভের জ্বালা ভাব থেকে মুক্তি পাওয়া যাবে।


You might also like!