দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক; দীপাবলি মানেই আলোর রোশনাই, চারদিকে উৎসবের সাজ। ঘরবাড়ি ঝলমলে হয়ে ওঠে টুনি বাল্ব আর প্রদীপের আলোয়। এখন অনেকেই ঝুঁকছেন নানারকম ডিজাইনার লাইটের দিকে। আলোর দোকানে উপচে পড়ছে ভিড়। তবে শুধু আলোকসজ্জাই নয়, সঙ্গে কিছু জরুরি সাবধানতার বিষয়ও কি মাথায় রাখছেন? জানুন বিস্তারিত!
* আমরা অনেকেই দীপাবলি মিটে গেলে লাইটগুলো রেখে দিই। সে লাইট বছর কাটলে তবে খুলে দেখি। তাই লাইট লাগানোর আগে দেখে নিন ইলেকট্রিক তার গুলো যেন ঠিক থাকে। দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে তারগুলো যেন নষ্ট না হয়ে যায়। দেখে নিন, তার যেন মাঝখান থেকে ছিঁড়ে না যায়। না হলে কিন্তু লাইট লাগাতে গিয়ে বিপদে পড়তে পারেন।
* দোকান থেকে লাইট কেনার সময়ই প্রত্যেকটি লাইট ঠিকঠাক জ্বলছে কিনা দেখে নিন। তবে বাড়িতে এসে আরেকবার পরীক্ষা করে নিন। নাহলে দীপাবলির রাতে লাইট না জ্বললে মুশকিলে পরবেন।
* যেখানে লাইট লাগাচ্ছেন দেখে নিন সেখানে আর্তিং ঠিক আছে কিনা। না হলে কিন্তু সমস্যা পড়তে পারেন।
* অনেকেই বারান্দার লোহার গ্রিলে লাইট ঝুলিয়ে দেন। ঝোলানোর আগে দেখে নিন, ইলেকট্রিক তারের কোনও অংশ যেন ছেঁড়া না থাকে। না হলে বিপদ হতে পারে।
* এমন জায়গায় লাইট লাগাবেন না, যেখানে বাড়ির শিশুদের হাত যায়। দুর্ঘটনা হতে পারে। আজকাল বাজারে উপলব্ধ একধরনের লাইট। যা একধরনের সেফটি প্লাসটিক দিয়ে ঢাকা থাকে। সেগুলো নিশ্চিন্তে ঝোলাতে পারেন।
* একই প্লাগে অনেকগুলো লাইটের কানেকশন দেবেন না। এতে শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই প্রতিটি লাইটের জন্য আলাদা আলাদা লাইট ব্যবহার করুন। প্রয়োজনে এক্সটেনশন ব্যবহার করুন।
* বারান্দা, লন, পার্ক প্রভৃতি অংশের জন্য সৌর-বিদ্যুতে চালিত আলো ব্যবহার করা যেতেই পারে। তাতে খরচ বাঁচবে, পরিবেশ বাঁচবে, আলো জ্বালানো বা নেভানোর সময়ও বাঁচবে।
* স্মার্ট আলো না থাকলে স্মার্ট প্লাগ ব্যবহার করা যায়। এটি যে কোনও আলোকে ‘স্মার্ট’ করে তোলে। Wi-Fi এর সাহায্যে যে কোনও জায়গা থেকে পরিচালনা করা যায় আবার বিদ্যুৎ সাশ্রয়ও হয়।