পুরুলিয়া, ৯ অক্টোবর : চাহিদা হয়তো আগের তুলনায় অনেকটাই কমেছে, তবে মাটির প্রদীপের ম্রিয়মান আলো এখনও আলোর উৎসব দীপাবলিতে অপরিহার্য। তাই দীপাবলিতে আলো ছড়াতে এখনও মাটির প্রদীপ গড়ে চলেছেন পুরুলিয়ার বাঘাবাইদ গ্রামের শিল্পীরা। সেদিনের সুদিন আর নেই, তবুও এবারও রয়েছে সুদিনের আশা। অতি উজ্বল এলইডি আলো এখন গ্রাস করেছে অমাবস্যার অন্ধকার। প্রদীপের আলোর কদর এখন অনেকটাই কম। তবুও সেই প্রদীপই এখনও আলো দেখাচ্ছে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের বাঘাবাইদ গ্রামে। এখানে বিপুল সংখ্যক মানুষ এখনও মাটির কাজ করে থাকেন। কুমোরের চাকা এখনও ঘরে ঘরে দেখা যায়। পুজোর পর থেকেই মূলত প্রদীপ তৈরি হয় এখানে। পূর্ব পুরুষের সময় থেকেই চলে আসছে এই পরম্পরা। এখনও তার কোনও পরিবর্তন হয়নি। তবে পরিস্থিতি অনেকটা বদলেছে। অতীতে যে পরিমান প্রদীপ তৈরি হত, এখন সংখ্যাটা অনেকটাই কম। তবুও এই সময়টায় এখনও শুধু প্রদীপই তৈরি করে থাকেন এখানকার কুমোর পাড়ার শিল্পীরা।