শিলিগুড়ি, ৯ অক্টোবর : বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার আরও দু'জনকে গ্রেফতার করলো পুলিশ। বুধবারই হামলার ঘটনায় দু'জনকে গ্রেফতার করে নাগরাকাটা থানার পুলিশ। জানা যাচ্ছে, রাতেই বিশেষ অভিযান চালিয়ে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু'জনের নাম শাহানূর আলম এবং তোফায়েন হোসেন। দুই বিজেপি নেতার উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার। ঘটনার পরেই বিজেপির তরফে আটজনের বিরুদ্ধে এফআইআর করে বিজেপি।
রাজ্যের আইনশৃঙ্খলা পরস্থিতি উদ্বেগ প্রকাশ করেছেন আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, "প্রথমত যাদের গ্রেফতার করা হচ্ছে- তারা ঘটনার সঙ্গে জড়িত কি না, তা শনাক্ত করতে হবে। আঘাত গুরুতর; খগেন মুর্মুর সঙ্গে তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। গণপিটুনির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই অনেক কিছু বোঝার আছে। এই ধরনের গ্রেফতার কি শুধুই লোক দেখানো নাকি তারা সত্যিই এই ধরনের ঘটনার জন্য কিছু শাস্তি দিতে চায়।"