Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

7 hours ago

Cold remedies: কাশির সিরাপ নয়! শিশুর কাশি ও গলাব্যথা কমাতে ওষুধের বিকল্প হিসেবে কী কী ব্যবহার করবেন?

Natural cough remedies
Natural cough remedies

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার পরিবর্তনের এই সময়ে, যখন কখনও ঠান্ডা আবার কখনও গরম অনুভূত হচ্ছে, তখন জ্বর, সর্দি ও কাশির প্রকোপ বিশেষভাবে বাড়ে। ঋতু পরিবর্তনের এই সময়টাতে অনেকেই গলাব্যথার সমস্যায় ভুগছেন। বিশেষ করে ছোটদের মধ্যে টনসিলাইটিস ও ফ্যারেনজাইটিসের মতো সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং শুকনো কাশি সহজে সারছে না।

এদিকে, সম্প্রতি রাজস্থান ও মধ্যপ্রদেশে কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনা সামনে আসার পর আতঙ্ক আরও বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছু কাশির সিরাপে এমন ক্ষতিকারক রাসায়নিক পাওয়া গেছে যা শিশুদের লিভার ও কিডনি বিকল করে দিতে পারে। এই পরিস্থিতিতে, কাশির ওষুধের বিকল্প হিসেবে শিশুদের কী কী খাওয়ানো যেতে পারে, সেই সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরি।সংক্রামক রোগ বিষয়ক চিকিৎসক অরুণাংশু তালুকদার জানাচ্ছেন, বাজারে প্রচুর কাশির ওষুধ পাওয়া যায়। অভিভাবকেরাও কাশির ওষুধের উপরে বেশি নির্ভর করতে চান। এগুলি সাধারণত ‘ফিক্সড ডোজ় কম্বিনেশন ড্রাগ’ যা শিশুদের জন্য চরম ক্ষতিকর। এর নানা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তন্দ্রাচ্ছন্নতা, ঘুমের অভ্যাস পাল্টে যাওয়া, লিভার-কিডনির ক্ষতি হওয়া থেকে শুরু করে মানসিক ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। ২ বছরের নীচে শিশুকে কখনওই কাশির সিরাপ খাওয়ানো উচিত নয়। চিকিৎসক জানাচ্ছেন, কফ-সাপ্রেস্যান্ট ওষুধ বা ওপিওয়েড জাতীয় ওষুধ আগে থেকেই নিষিদ্ধ। আসলে বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে কাশি হতে দেখা যায়। তা হলে কাশির কারণ আগে খুঁজে বার করতে হবে। সেই মতো চিকিৎসা করাতে হবে।

শিশুর যদি শুকনো কাশি সারতে না চায়, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। বাড়িতেও ঘরোয়া কিছু টোটকায় আরাম পেতে পারে শিশু। কাশির সিরাপের বদলে সেগুলি খাওয়ানো যেতে পারে।

আদা-হলুদের কাড়া: 

উপকরণ- ১ কাপ জল, ১ ইঞ্চির মতো আদা, আধ চা-চামচ হলুদগুঁড়ো বা কাঁচা হলুদের ছোট টুকরো, ১ চামচ লেবুর রস ও ১ চামচ মধু।

প্রণালী- এক কাপ জলে হলুদগুঁড়ো বা কাঁচা হলুদের টুকরো এবং আদা দিয়ে ভাল করে ফোটান। ৫-৭ মিনিট ফুটিয়ে তা ছেঁকে নিন। এ বার তাতে মধু ও লেবুর রস মিশিয়ে খুদেকে খাওয়াতে পারেন।

পুদিনার চা:

উপকরণ- ১ কাপ জল, ৫-৬টি পুদিনার পাতা, ১ চামচ মধু, অর্ধেকটা পাতিলেবুর রস।

প্রণালী- এক কাপ জল ভাল করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটতে শুরু করলে তাতে পুদিনা পাতাগুলি দিয়ে ঢেকে বসিয়ে দিন। ৭-১০ মিনিট ভাল করে ফুটলে জল ছেঁকে নিয়ে তাতে মধু ও লেবুর রস মিশিয়ে দিন। শুকনো কাশিতে গলাব্যথা, টনসিলের ব্যথা কমাতে পুদিনার চা খুবই কার্যকর।

ঈশদুষ্ণ জলে মধু: 

উপকরণ- মধু প্রদাহনাশক। এক কাপ জল ও ১ চামচ মধু নিতে হবে।

প্রণালী- এক বছরের নীচে শিশুকে মধু খাওয়ালে উপকার হতে পারে। ঈষদুষ্ণ জলে এক চামচ মধু দিয়ে খাওয়ালে গলাব্যথায় আরাম পাওয়া যাবে।

You might also like!