Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Insomnia: বছরের শুরুতেই মানুন এই নিয়ম, দুর হবে অনিদ্রা!

Follow this rule at the beginning of the year, insomnia will go away!
Follow this rule at the beginning of the year, insomnia will go away!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের প্রাত্যহিক জীবনে নানা কাজের মাঝে নিজের যত্ন নিতে ভুলে যাই অনেকেই। কাজের চাপে অনেকেরই ঘুম ঠিকমতো হয়ে ওঠে না। ফলে অনিদ্রায় ভোগেন অনেকে। তবে বছরের শুরুতে নিজেকে নিয়মের ছকে না বাঁধলে কোনও দিনই স্বাস্থ্য ভাল থাকে না। তাই রোজ একই সময়ে ঘুমাতে যান। এতে ওই নির্দিষ্ট সময়তে নিদ্রা আসার প্রবণতা বৃদ্ধি পাবে। ঘুমানোর এক ঘণ্টা আগে থেকে হাঁটাচলা বা অতিরিক্ত এনার্জির কোনও কাজ করা চলবে না। এতে এনার্জি বেড়ে যায় আর সহজে ঘুম আসে না। তাই ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে থেকেই শান্ত হয়ে যান।

You might also like!