Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Indian army to leave Maldives: ভারতীয় সেনাকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ নবনির্বাচিত প্রেসিডেন্টের

Newly elected president orders Indian army to leave Maldives
Newly elected president orders Indian army to leave Maldives

 

মালে, ২৭ অক্টোবর: পুরোপুরিভাবে স্বাধীন দেশ হিসাবে পরিচিত হতে চায় মালদ্বীপ ! ভারতীয় সেনাকে মালদ্বীপ ছাড়ার কথা বলেলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ মুইজু।স্থানীয় এক সাংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দেশে ভারতের যে সেনাবাহিনী রয়েছে।তাদের কিন্তু ফিরে যেতে হবে।’

অক্টোবরের শুরুতেই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসেন মহম্মদ মুইজু। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তিনি সাফ জানিয়েছিলেন, ‘আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে। সামরিক বাহিনীগুলি চায় না তাদের ফেরত পাঠানো হোক।’তবে সেদিন ভারতের বিষয়ে কোন কথা বলেননি।এবার সরাসরি ভারতের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘মালদ্বীপের মাটি থেকে সরতে হবে ভারতীয় সেনাকে। মালদ্বীপে ভারতীয় সেনা থাকলে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে।’ যদিও সেনা সরানো নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে ভারতের সাথে।মিলেছে ইতিবাচক ইঙ্গিত। তবে ভারতীয় সেনাদের জন্য নির্দিষ্ট কোন সময় সীমা বেঁধে দেননি।

প্রসঙ্গত , মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু চিনপন্থী হিসেবে খ্যাত।মসনদে বসার আগে থেকেই মালদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে সরব হয়েছিলেন।তখনই অনেকে মনে করেছিলেন ভারতের সেনা সরিয়ে চিনের প্রতি সমর্থন জানাবে মুইজু।তবে চিনকে সমর্থন করা নিয়ে প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘চিন বা অন্য কোনও দেশের সেনাকেই মালদ্বীপে থাকার অনুমতি দেওয়া হবে না।’

You might also like!