Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Sheikh Hasina:নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে ছাড়া হবে না, হুঁশিয়ারি শেখ হাসিনার

Sheikh Hasina
Sheikh Hasina

 

ঢাকা : বাংলাদেশের সাধারণ নির্বাচনে দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হয় প্রধান বিরোধী দল বিএনপি। রবিবার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে তারা। এর প্রেক্ষিতে, যে বা যারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে, তাদের রেহাত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পাশাপাশি নির্বাচনী নির্ঘণ্ট বাতিলের ডাক দিয়েছে বিএনপি। এরপরেই বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে, তার ফল মারাত্মক হবে বলে বার্তা দেন।

 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদনপত্র বন্টন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ হাসিনা। সেখানে বক্তব্য রাখার সময় যারা আগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মানুষের কাছে আবেদন জানান।

তাঁর মতে, অনেক আন্দোলন ও সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকারের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। জনগণের এই ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, তারজন্য আওয়ামি লিগ সতর্ক বলে জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী অভিযোগ করে আরও বলেন, বঙ্গবন্ধুকে খুনের পর রাতের অন্ধকারে বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতা দখলের ঘটনা ঘটেছিল। ছিনিমিনি খেলা হয়েছিল জনগণের ভোটাধিকার নিয়ে।

সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষণার পরেই বিক্ষোভে উত্তাল হয়েছে প্রতিবেশী দেশ। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি যেন ক্রমেই জটিল হয়ে উঠছে। এর মধ্যে আগামীকাল রবিবার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। যার বিরুদ্ধে গর্জে উঠেছেন শেখ হাসিনা ।

You might also like!