Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Horoscope

2 years ago

Rashifal: এক নজরে দেখে নিন বছরের শেষ দিনের রাশিফল

Horoscope update of 31st December, 2022
Horoscope update of 31st December, 2022

 

মেষ রাশিঃ পুরনো পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। সমাজের কাজের জন্য খুব ভাল সুনাম লাভ করতে পারবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ থাকবে। 




বৃষ রাশিঃ মহিলা সংক্রান্ত বিপত্তি আসতে পারে। কর্মের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র ভাল এবং সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মুকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলের জন্য কিছু কাজ হাতছাড়া হতে পারে।  




মিথুন রাশিঃ একটি কাজ বার বার করাতে ব্যস্ত হতে হবে। রাজমিস্ত্রির কাজ করেন তাঁদের জন্য ভাল সময় নয়। রক্তচাপ হেরফের হতে পারে। আত্মীয় নিয়ে বিবাদ আসতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা য়ায়। প্রেমের দিকে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি। 




কর্কট রাশিঃ ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি হতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। বিদেশে থাকা বন্ধুর সঙ্গে কথা হতে পারে।  




সিংহ রাশিঃ সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য দুঃখ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের খারাপ খবর আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। অলসতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বিবাহ জীবনে ছোট কারণে বিবাদ হতে পারে। 




কন্যা রাশিঃ তৃতীয় ব্যক্তির জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন।  




তুলা রাশিঃ প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়া ভাল হবে। যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়াতে পারে। খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না হতে পারে। সব দরকারের কাজগুলো করে ফেলুন।  




বৃশ্চিক রাশিঃ ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে তাতে চিন্তা বৃদ্ধি পাবে। উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। 




ধনু রাশিঃ কাজের দিকে শরীরে কষ্টের কারণে অনিহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতারও মাতার শরীরের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। সম্পত্তি ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। শরীরে রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সংসারটা অনেক দিন বাদে একটু মনের মত লাগবে। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত আসতে পারে। লেখাপড়াতে সন্তানের আগ্রহ খুব ভাল থাকবে।  




মকর রাশিঃ ন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে মান বৃদ্ধি পাবে। বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে। 




কুম্ভ রাশিঃ বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ভাল ব্যবসার সুযোগ কাজে লাগান। মনের মতো আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সাধুসেবার জন্য মনের শান্তি বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ তৃতীয় ব্যক্তি নিতে পারে। চাকরির জন্য বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা। 




মীন রাশিঃ প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ। ব্যবসার দিক শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কাজের জন্য সময় নষ্ট। 

You might also like!