রিয়াদ, ১৩ মে :ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া সোমবার প্রিন্স হাতলৌল বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগে আল নাসর আল আখদুদকে ৯-০ গোলে স্বাচ্ছন্দ্যে পরাজিত করেছে।ম্যাচে জন ডুরান জোড়া গোল করেন এবং সাদিও মানে চারটি গোল করেন। আইমান ইয়াহিয়া, মার্সেলো ব্রোজোভিচ, মোহাম্মদ মারানও স্কোরশিটে নাম লেখান।এই জয় ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় জয়। আগের রেকর্ডটি ছিল গত মরসুমে লিগে আভা ক্লাবের বিপক্ষে নাসরের ৮-০ গোলের জয়ের।শিরোপা দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে পড়া আল নাসর এই জয়ের ফলে তৃতীয় স্থানে উঠে এসেছে এবং লিগে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট পেয়েছে।আল নাসরের প্রধান কোচ স্টেফানো পিওলি শারীরিক ক্লান্তির কারণে পর্তুগিজ তারকা রোনাল্ডোকে দল থেকে বাদ দিয়েছিলেন। তা সত্ত্বেও, রিয়াদ-ভিত্তিক দলটির ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি।