Entertainment

3 months ago

Kantara: A Legend Chapter-1: বক্স অফিসে হ্যাটট্রিক—১২ দিনে কত আয় করল ‘কানতারা চ্যাপ্টার ১’!

Kantara: A Legend Chapter-1
Kantara: A Legend Chapter-1

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঋষভ শেট্টি আবার প্রমাণ করেছেন যে তিনি বক্স অফিসে রাজত্ব কায়েম করতে এসেছেন। ২০২২ সালে ব্লকবাস্টার ‘কানতারা’-র সাফল্যের পর, ঋষভ এই ছবির সিক্যুয়েল দিয়ে আবারও সকলকে পিছনে ফেলে দিয়েছেন। ‘কানতারা’-র দ্বিতীয় অংশ তৈরিতে তিন বছর সময় ব্যয় করেছেন ঋষভ। ২০২২ সালের মূল ছবির পর, ‘কানতারা চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছে চলতি বছরের ২ অক্টোবর। মুক্তির ১২ দিন পর সোমবার বক্স অফিসের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। জানা যাচ্ছে, ‘কানতারা চ্যাপ্টার ১’ অনেক বড় ছবিকে ছাড়িয়ে গেছে। চলুন জেনে নিই, এখন পর্যন্ত ছবিটি কত আয় করেছে। 

ঋষভ শেট্টি পরিচালিত ‘কানতারা চ্যাপ্টার ১’-এর গল্প দর্শকদের মন ছুঁয়ে গেছে। ঋষভ শেট্টি এই ছবির লেখক, পরিচালক এবং প্রধান চরিত্রেও অভিনয় করেছেন। একই দিনে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত রোমান্টিক কমেডি ছবি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’, তবে এটি ‘কানতারা চ্যাপ্টার ১’-এর উপর কোনও প্রভাব ফেলেনি। সোমবার বক্স অফিসের আয় প্রকাশ্যে এসেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ১২ দিন পর্যন্ত ‘কানতারা চ্যাপ্টার ১’ ২১৩.৫০ কোটি টাকা (প্রায় ১.৫ বিলিয়ন টাকা) আয় করেছে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় ২৩৯৬.৬৫ কোটি টাকায় পৌঁছেছে।

 ‘কানতারা চ্যাপ্টার ১’ -এর দিনভিত্তিক আয় দেখে নিন—

প্রথম দিন: ৬১.৮৫ কোটি টাকা

দ্বিতীয় দিন: ৪৫.৪০ কোটি টাকা

তৃতীয় দিন: ৫৫ কোটি টাকা

চতুর্থ দিন: ৬৩ কোটি রুপি

পঞ্চম দিন: ৩১.২৫ কোটি টাকা

ষষ্ঠ দিন: ৩৪.২৫ কোটি টাকা

সপ্তম দিন: ২৫.২৫ কোটি টাকা

অষ্টম দিন: ২০.৫০ কোটি টাকা

নবম দিন ২২.২৫ কোটি টাকা

দশম দিন: ৩৯.০০ কোটি টাকা

একাদশ দিন: ৩৯.৭৫ কোটি টাকা

দ্বাদশ দিন: ১৩.৫০ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)

মোট সংগ্রহ ৪৫১.৯০ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)

You might also like!