নালন্দা, ৭ জুলাই : বিহারের নালন্দা জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারালো দু'টি শিশু। এই ঘটনায় ৫-৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নালন্দার দুমরাওয়ান গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণে দুই শিশু নিহত হয়েছে। দুমরাওয়ান গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণে দুই শিশু নিহত হওয়া প্রসঙ্গে সোমবার ডিএসপি রাম দুলার প্রসাদ বলেছেন, "গতকাল একটি সংঘর্ষ হয়েছিল। পাঁচ থেকে ছ'জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে। পুলিশ গ্রামে ক্যাম্প করছে।"
নালন্দা সদরের ডিএসপি নুরুল হক বলেন, "রবিবার সন্ধ্যায় দীপ নগর থানার অন্তর্গত দুমরাওয়ান গ্রামে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর গুলি চালানো হয়েছে, যাতে অনু ও হিমাংশু নামে দুই শিশু নিহত হয়েছে। নৌলেশ ও আদেশ সহ মোট সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"