International

3 hours ago

Brics Summit 2025: ‘সন্ত্রাস মানবতাবিরোধী’, ব্রিকসে দাঁড়িয়ে পহলেগাঁও নিয়ে আন্তর্জাতিক বার্তা প্রধানমন্ত্রীর

PM Modi At Brics Summit 2025
PM Modi At Brics Summit 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্রাজিলে আয়োজিত ১৭তম ব্রিকস সম্মেলনের ‘শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসন সংস্কার’ বিষয়ক আলোচনায় অংশ নিয়ে, পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে কড়া সুরে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি— "সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর"। সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক সহমতের আহ্বান জানিয়ে মোদি স্পষ্ট করে দেন, মানবতার শত্রু এই অপরাধের বিরুদ্ধে এখনই জিরো টলারেন্স নীতি গ্রহণ করা প্রয়োজন।

ব্রিকসের সভায় বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী বলেন, ‘পহলেগাঁও হামলা শুধু ভারতের উপর আঘত এমন নয়। এটি মানবতার উপরও আঘাত এনেছে।’গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈরসন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। যাঁদের মধ্যে বেশিরভাগ পর্যটক ছিলেন। এরপরেই সন্ত্রাসকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় ভারত। ৬ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এরপরই আজারবাইজানে ইকোনকিম কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ঘ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ সরিফ দাবি করেছিলেন, “জম্মু ও কাশ্মীরে একটি ঘটনার পর ভারত অকারনে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে।”

এরই মধ্য ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ হল সন্ত্রাস। পহেলগাঁওয়ের হামলা শুধু ভারতের উপর হামলা নয়। এটি মানবতার উপরও হামলা।” পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিকস দেশগুলিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোদি আরও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনও জায়গা নেই। যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তবে তাকে এর মূল্য চোকাতে হবেই।”


You might also like!