অরল্যান্ডো, ১ জুলাই : অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে সিটি ও হিলালের ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ এ শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সিটিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পেল ইনজাঘির আল হিলাল। ক্লাব বিশ্বকাপের আগে দায়িত্ব পাওয়া সিমেনো ইনজাঘির কোচিংয়ে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল আল হিলাল। এবার শেষ ষোলোর লড়াইয়ে তাঁরা উপহার দিল আরও বড় চমক। সৌদি আরবের ক্লাব আল হিলাল যে সিটিকে হারিয়ে দিতে পারবে অনেকেই তা ভাবতে পারেননি।
ম্যাচের শুরুতেই প্রত্যাশিতভাবে এগিয়ে যায় সিটিজেনরা। গোলটি করেন বের্নার্ডো সিলভা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় আল হিলাল। ছয় মিনিটের ব্যবধানে দুই গোল দেয় তারা। ৪৬ মিনিটে হিলালকে সমতায় ফেরান মার্কোস লিওনার্দো। আর ৫২ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোলটি করেন ম্যালকম। তবে ৫৫ মিনিটেই সিটিকে সমতায় ফেরান হলান্ড। নির্ধারিত সময় পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কুলিবালি গোল করেন, আবারও এগিয়ে যায় আল হিলাল। তবে ফিল ফোডেনের গোলে আবারও সমতায় ফেরে সিটি। কিন্তু সবাইকে অবাক করে ১১২ মিনিটে মার্কোস লিওনার্দো হিলালের হয়ে গোল করেন। আর তাতেই সিটির বিশ্ব ক্লাব থেকে বিদায়ঘণ্টা বেজে যায়। এরপর বাকি সময় আক্রমণে গিয়েও গোল করতে পারেনি গার্দিওলার দল। ফলে ৪-৩ গোলের জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের টিকিট কাটল আল হিলাল। শেষ আটে আল হিলালের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।