kolkata

3 hours ago

Kasba Law College: সতর্ক পাহারায় কসবা আইন কলেজে ফের শুরু হতে চলেছে ক্লাস—আদালতে জানালেন আইনজীবী!

SOUTH CALCUTTA LAW COLLEGE
SOUTH CALCUTTA LAW COLLEGE

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনার পরে একাধিক প্রশ্ন, নিরাপত্তা ঘিরে উদ্বেগ, তদন্তের পুঙ্খানুপুঙ্খ গতি—এই আবহেই ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে কসবা আইন কলেজ। আগামী সোমবার থেকে কলেজে আবার শুরু হতে পারে পঠনপাঠন, এমন ইঙ্গিত মিলেছে আদালত ও প্রশাসনিক সূত্রে। তবে এই “স্বাভাবিকতা”  আপাতত সতর্ক নজরদারির ছায়ায় আবৃত। কলেজ চত্বরে থাকবে পুলিশের মোতায়েন। গার্ডরুম ও ইউনিয়ন রুম বন্ধ থাকবে। ঘটনার জেরে সিল করা ইউনিটগুলি এখনো অপরিবর্তিত, কারণ তদন্তে সেগুলি অপরিহার্য। কলেজে ঢোকার সময় পরিচয়পত্র বাধ্যতামূলক, বহিরাগত প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কলেজ কর্তৃপক্ষ, গভর্নিং বডি ও রাজ্য শিক্ষাদপ্তর—তিন স্তরে  একাধিক বৈঠকের পরই এই সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই অধ্যক্ষের সঙ্গে গভর্নিং বডির কথাও হয়েছে। সোমবার গভর্নিং বডির পরবর্তী বৈঠক রয়েছে।

তদন্তে থাকা বিশেষ তদন্তকারী দলের (SIT) সদস্যরা শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে ফের কলেজে যান। চলে চার ঘণ্টার পুনর্নির্মাণ। মূলত ইউনিয়ন রুম ও গার্ডরুমে থ্রিডি ম্যাপিং করে ঘটনাস্থলের প্রত্যক্ষ রূপ তৈরি করার চেষ্টা চলছে। সেখানেই অভিযুক্তদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাঁর ও অভিযুক্তদের রক্তের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার-এর বিষয়টি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার ভিডিও একটি নির্দিষ্ট গ্রুপে শেয়ার করা হয়েছিল। এই গ্রুপে মনোজিৎ, জায়েব ও প্রমিত ছাড়াও আরও কয়েকজন ঘনিষ্ঠ সদস্য ছিলেন। তথ্য ফাঁস হয়েছে কিনা, তা যাচাই করতে সদস্যদের মোবাইল ফোন পরীক্ষা করা হবে।

ঘটনার সূত্রপাত হয় ২৫শে জুন সন্ধ্যায়, নির্যাতিতা ছাত্রীকে কলেজে ডেকে পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, কলেজ চত্বরে তাঁর উপর চড়াও হয়ে তিনজন তাঁকে গণধর্ষণ করে। পরে তাঁকে হুমকি দেওয়া হয় চুপ করে থাকার জন্য। ২৭শে জুন, শুক্রবার সকাল থেকে বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি জানিয়েছেন, “এই ঘটনায় ন্যায়বিচার ও শিক্ষা—দুটোই রক্ষা করতে হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ঝুলে থাকতে পারে না। তদন্ত চলবে নিজের গতিতে, কলেজও ফিরবে নিজের ছন্দে।” সেই মতো পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে সম্ভবত শুরু হতে পারে পঠনপাঠন।

You might also like!