Festival and celebrations

11 hours ago

Sribhoomi Sporting Club Durga Puja 2025:থিমে ফের নতুনত্ব,শ্রীভূমির প্যান্ডেলে এবার কী চমক? দেখে নিন

Sribhoomi Sporting Club Durga Puja 2025:
Sribhoomi Sporting Club Durga Puja 2025:

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: রথ টানলেই শোনা যায় মা আসার বার্তা—উমাকে আহ্বানের রীতি বহন করে চলে এই দিন। আর রথযাত্রা মানেই দুর্গাপুজোর সিঁড়ি বেয়ে এগিয়ে আসা। শাস্ত্র মতে, রথের দিনই হয় কাঠামো পুজো, যেখান থেকে সূচনা হয় দেবীমূর্তির মৃন্ময়ী রূপে গঠনের।

এই বছরের রথ উৎসব শেষ হতেই শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতির তোড়জোড়। কলকাতার বিভিন্ন ক্লাবে প্যান্ডেলের কাঠামো তুলতে শুরু করেছেন শিল্পীরা। আর সেই তালিকার শীর্ষে যে নাম উঠে আসে প্রতি বছরই, তা হল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।কখনও সেখানে দেবীমূর্তি অবস্থান করে পৃথিবীর সুউচ্চ ইমারত ‘বুর্জ খলিফা’য়, কখনও ভ্যাটিকান সিটির ব্যাসিলিকায়, কখনও আবার ডিজনিল্যান্ডে। ২০২৫-এও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় রয়েছে বড়সড় চমক। কী সেটা? ক্রমশ প্রকাশ্য!

পুজো আসতে এখনও কম বেশি তিন মাস বাকি । তবে শহর জুড়ে প্রস্তুতির ঘড়ি কিন্তু অনেক আগেই বেজে গিয়েছে। রথের পর রবিবারই খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের। থাকবেন উদ্যোক্তা তথা মন্ত্রী সুজিত বসু।  ২০২৪ সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিমে ছিল  তিরুপতি বালাজি মন্দির । আর সেই  মণ্ডপে অধিষ্ঠিত হয়েছিলেন দেবী দুর্গা । প্রতিবারই মহালয়া থেকে সেখানে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সে বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী উদ্যোক্তারা।এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির।

নিউ জার্সির বিশাল এলাকা জুড়ে শ্বেতপাথরে তৈরি এই মন্দির খুব বেশি পুরনো নয়। তবে মাহাত্ম্য এবং সৌন্দর্যে তা খুব অল্প সময়ের মধ্যেই দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করেছে। আর  এই অনুপ্রেরণাতেই শ্রীভূমির থিম ভাবনায় জায়গা করে নিয়েছে নিউ জার্সির এই মন্দির।


You might also like!