kolkata

5 hours ago

Santanu Sen: কলকাতা হাইকোর্টে স্বস্তি ডাঃ শান্তনু সেনের

Dr Santanu Sen
Dr Santanu Sen

 

কলকাতা, ৭ জুলাই : পশ্চিমবঙ্গের রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত। জানিয়ে দিল, লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে পারবেন ডাঃ শান্তনু সেন। পাশাপাশি, তাঁকে অর্থাৎ মামলাকারীকে আবার শুনানির সুযোগ করে দিতে হবে। বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স দু’বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়ে দিয়েছিল, নামের পাশে আর ‘ডাক্তার’ লিখতে পারবেন না শান্তনু সেন! পারবেন না প্রেসক্রিপশন লিখতেও! কিন্তু সোমবার আদালত জানিয়ে দিয়েছে, লেটার হেডে শান্তনুবাবু ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ‘এফআরসিপি গ্লাসগো’ নামে একটি বিদেশি ‘ডিগ্রি’ ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনুবাবুর বিরুদ্ধে। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। এর পরেই কাউন্সিল শান্তনুবাবুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় তারা।

You might also like!