Game

7 hours ago

FIFA Club World Cup: ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটে ফ্লুমিনেন্স

Inter Milan vs Fluminense 0-2: FIFA Club World Cup 2025
Inter Milan vs Fluminense 0-2: FIFA Club World Cup 2025

 

শার্লটে, ১ জুলাই : শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে মঙ্গলবার মধ্যরাতের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে ফ্লুমিনেন্স।  ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়েও গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার। ম্যাচের তৃতীয় মিনিটে জার্মান ক্যানো গোল করে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। প্রথম হাফে আরও কিছু গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাবটি। কিন্তু ইন্টারের ডিফেন্স প্রতিরোধ গড়ে তোলায় গোল হয়নি।

দ্বিতীয় হাফের নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে হারকিউলিস ফ্লুমিনেন্সের শেষ আটে খেলা নিশ্চিত করেন। তবে ম্যাচে ইন্টারের দুটি শট বারে লেগে ফিরে আসে। এই দুটি শট গোলে গেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ক্লাব বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয় ব্রাজিলের ক্লাব বিশ্বকাপের শেষ আটে গেল। এর আগে বোতাফোগোকে হারিয়ে শেষ আটে গেছে পালমেইরাস।


You might also like!