দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১৯৭০ সাল। তামিলনাড়ুর এক মন্দির চত্বরে পড়ে থাকা একটি ২ টাকার নোট কুড়িয়ে পেয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই টাকা ফেরত না দিয়ে চুপচাপ পকেটে পুরে নিয়েছিলেন। দেখতে দেখতে কেটে গিয়েছে ৫৫ বছর, কিন্তু ভুলটা ভুলতে পারেননি তিনি। অনুশোচনার ভারে ভারাক্রান্ত হৃদয়ে শেষমেশ নিজের আত্মশুদ্ধির পথ বেছে নিলেন ওই ভক্ত। সম্প্রতি এক খামে চিঠির সঙ্গে ১০ হাজার টাকা পাঠিয়ে ওই একই মন্দিরে ফিরিয়ে দিলেন ৫৫ বছর আগের সেই ঋণ। চিঠিতে তিনি অকপটে স্বীকার করেছেন, তখন ২ টাকার নোটটি ফেরত না দিয়ে তিনি ভুল করেছিলেন এবং সেটাই সারাজীবন পীড়া দিয়েছে তাঁকে। এখন, সমাজজুড়ে প্রশংসার ঝড় উঠেছে তাঁর এই নিঃশব্দ, অনামী আত্মশুদ্ধির পথে।
ঘটনাটি ঘটেছে ইরোড জেলার নেরুঞ্জিপেট্টাইয়ের চেল্লান্ডি অম্মান মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মন্দিরের কর্মকর্তারা প্রণামী বাক্সে একটি সাদা খাম দেখতে পান। সেটি খুলতেই ১০ হাজার টাকা ও একটি বেনামী চিঠি পাওয়া যায়। চিঠিটি খুলতেই অবাক হয়া যান সকলে। সেই চিঠিতে লেখা, ‘৫৫ বছর আগে মন্দির থেকে ২ টাকার নোট কুড়িয়ে পেয়েছিলাম। মালিককে খুঁজে না পাওয়ায় টাকাটি ফেরাতে পারিনি। কিন্তু বারবার মনে হয়েছে ওই টাকা মন্দিরে দিয়ে দেওয়া উচিৎ ছিল। তাই এখন ২ টাকার বিনিময়ে ১০ হাজার টাকা মন্দিরে ফিরিয়ে দিলাম।’
৫৫ বছর আগের ২ টাকা আজকের সময়ে দাঁড়িয়ে প্রায় ১০২ টাকার সমান। তবে ওই ব্যক্তি দিয়েছেন ১০ হাজার টাকা। অর্থাৎ সেই সময়ের ২ টাকার বর্তমান মূল্যের প্রায় ১০০ গুন বেশি টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। এই খবরটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ৫৫ বছর পর ১০০ গুন বেশি টাকা মন্দিরে ফিরিয়ে দিয়ে ভুলের ‘প্রায়শ্চিত্ত’ করেছেন ওই ব্যক্তি। এত বছর পরেও টাকা ফিরিয়ে দেওয়ায় নামহীন ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। তবে যেহেতু তিনি টাকা ফিরিয়ে দিয়েছেন তাই চিঠিটে নিজের নাম প্রকাশ করতে পারতেন বলে মনে করছেন অনেকে।