প্যারিস, ১ জুলাই : বছর খানেক আগে ফ্রান্স বিশ্বকাপার অলিভিয়ে জিরু যখন যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিয়েছিলেন,তখন তার ইউরোপিয়ান অধ্যায় একরকম শেষ বলেই মনে হয়েছিল। কিন্তু চমক জাগিয়ে আবার ইউরোপিয়ান ফুটবলে ফিরছেন ফ্রান্সের রেকর্ড স্কোরার। স্বদেশের ক্লাব লিলেতে যোগ দিতে যাচ্ছেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
খুবই উচ্ছ্বসিত ৩৮ বছর বয়সী এই ফ্রান্স স্ট্রাইকার জিরু। তিনি বলেছেন, নতুন চ্যালেঞ্জ নিতে পুরোপুরি তৈরি তিনি।
আর্সেনাল, চেলসি ও এসি মিলানের প্রাক্তন তারকা জিরু লস অ্যাঞ্জেলেসে যোগ দেন গত বছর জুলাইয়ে। মেজর লিগ সকারের (এমএলএস) দলটিতে তার চুক্তির মেয়াদ ছিল এই বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে লিগের মাঝপথে গত সপ্তাহে বিদায়ের ঘোষণা করেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের জার্সিতে রবিবার শেষ ম্যাচ খেলার পর জিরু বলেছেন," আবার ইউরোপের সেরা লিগে খেলব এই ভেবে আমি রোমাঞ্চিত।”
লস অ্যাঞ্জেলেসে এক বছরটা ভালো কাটেনি জিরুর। গত সেপ্টেম্বরে যদিও ফাইনালে একটি গোল করে দলটির প্রথম ওপেন কাপ শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। দলটির জার্সিতে ৩৮ ম্যাচে তিনি গোল করতে পেরেছিলেন ৫টি, যার ৩টি কেবল লিগে।
জিরু সবশেষ ফরাসি লিগে খেলেছেন ২০১২ সালের মে মাসে মোঁপেলিয়ের হয়ে লিলের বিপক্ষে। ১৩ বছর পর আবার নিজ দেশের লিগ লিলেতে খেলার অপেক্ষায় তিনি।
ইউরোপের শীর্ষ পাঁচটি ক্লাবের মধ্যে রয়েছে লিল।