উজ্জ্বয়িনী, ১৮ অক্টোবর : মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ যুবকের। মৃতদের বয়স ২০-২২ বছরের মধ্যে। শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উজ্জ্বয়িনীর ঘাটিয়া এলাকায়। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। শনিবার সকালে বিজেপি বিধায়ক সতীশ মালব্য বলেছেন, "গত রাত ১২.৩০ নাগাদ ঘাটিয়া এলাকার জয়থালের কাছে একটি দুর্ঘটনা ঘটে। ওই গাড়িতে থাকা ৩ যুবক ঘটনাস্থলেই মারা যান। তাঁদের বয়স ২০-২২ বছরের মধ্যে।" দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।