শিলিগুড়ি, ৯ অক্টোবর : মানুষের দুঃখ-কষ্টে সর্বদা পাশে থাকায় ব্রত ভারত সেবাশ্রম সঙ্ঘ। অন্যথা হল না উত্তরবঙ্গে দুর্যোগের ক্ষেত্রেও। অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। জলপাইগুড়ি, ধুপগুড়ি-সহ বিস্তীর্ণ অঞ্চলে ঘরবাড়ি ও চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, দুর্গত এলাকাগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। তাঁরা স্থানীয় মানুষদের হাতে তুলে দিচ্ছেন শুকনো খাবার, জামাকাপড় ও প্রয়োজনীয় বস্ত্রসামগ্রী। এছাড়াও দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ভারত সেবাশ্রম সঙ্ঘ সবসময় মানবসেবার আদর্শে বিশ্বাসী। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে আমাদের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”