Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Kumarganj:আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তরুণ

Tarun went down to bathe in Atreyi river
Tarun went down to bathe in Atreyi river

 

কুমারগঞ্জ : দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকার সমজিয়া পঞ্চায়েতের বৈদনাথে চার বন্ধু মিলে আত্রেয়ী নদীতে স্নান করতে নেমেছিলেন। তাঁদের মধ্যে তলিয়ে গেলেন একজন। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে।

জানা গেছে, এদিন বাইকে করে জাখিরপুরের তুলোট গ্রাম থেকে চারজন বৈদ্যনাথে ঘুরতে এসেছিলেন। নদীর ধারে বেশ কিছুক্ষণ আড্ডার পর স্নান করতে নামেন তাঁরা। তিন বন্ধু নদীর ধারে থাকলেও বাদল মণ্ডল নামে ওই তরুণ তাঁদের থেকে একটু এগিয়ে যান। আর তাতেই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, ওই তরুণ সাঁতার জানতেন না। নদীতে তলিয়ে যান তিনি। বাকি বন্ধুরা গিয়ে স্থানীয়দের খবর দেন। পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ ও ডুবুরির দলও বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রাই নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এখনও পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া যায়নি।

You might also like!