Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Task Force in Siliguri:আকাশছোঁয়া সবজির দাম, শিলিগুড়িতে অভিযান টাস্ক ফোর্সের

Task Force in Siliguri
Task Force in Siliguri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   বাজারে সবজির দামে লাগাম টানতে অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় নজরদারিশুরু করল টাস্ক ফোর্স। শিলিগুড়িতেও বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স।পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কী রয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হয়। পাইকারিবাজার, খুচরো বাজারে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা।

এদিন পাইকারি বাজারে বেশকিছু আড়তদারদের সবজি বিক্রিতে কমিশন কমানোর কথা বলা হয়েছে। বেশকিছু আড়তদার সবজি বিক্রিতে তাঁদের ৮ শতাংশ কমিশনও রাখছেন। তা কমিয়ে ৩-৪শতাংশ করার কথা বলা হয়েছে।এদিকে পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে সবজির দাম প্রায় দ্বিগুণ বলেইঅভিযোগ। যদিও এ দিন খুচরো বাজারগুলিতে টাস্ক ফোর্স যেতেই কিছু বিক্রেতা সবজির দামকমিয়ে দেন বলে অভিযোগ। আগামী কয়েকদিন শহরের বিভিন্ন বাজারে এই অভিযান চলবে।


You might also like!