Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Purba Bardhaman:মহিলাদের আত্মরক্ষার উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলা পুলিশের 'অপরাজিতা' কর্মশালা

Purba Bardhaman (Symbolic Picture)
Purba Bardhaman (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   স্কুল ছাত্রী থেকে শুরু করে মাঝবয়সি মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষন দিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শুরু হতে চলেছে 'অপরজিতা' প্রকল্প। 'কার্ভ মাগা'(karv maga) নামক ইজরাইলি আত্মরক্ষার কৌশলের মাধ্যমে জেলার উৎসাহী মহিলাদের প্রশিক্ষন দেওয়া হবে। এর জন্য কলকাতা থেকে একজন প্রশিক্ষক ও তার টিম বর্ধমানে এসে প্রশিক্ষন দেবেন।  

আগামি ৭ সেপ্টেম্বর বিকালে এবং ৮ সেপ্টেম্বর সকালে এই দুদিনের আত্মরক্ষার কর্মশালার আয়োজন করা হয়েছে বর্ধমান শহরের পুলিশ লাইনে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার আমনদীপ (আইপিএস) জানিয়েছেন, আপাতত পাইলট প্রোজেক্ট হিসাবে এই কর্মশালা শুরু করা হলেও আগামি দিয়ে এই কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখা হবে। প্রায় ১৩৮ জন এই প্রশিক্ষন নিতে উৎসাহ প্রকাশ করেছেন। উৎসাহীদের মধ্যে ৯ বছরের একজন স্কুলা পড়ুয়া যেমন আছেন, তেমনি ৩০ বছর বয়সের গৃহবধূরাও রয়েছেন। প্রত্যেক আবেদনকারীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফোন করে তাদের প্রশিক্ষন নেওয়ার বিষয় টি নিশ্চিত করা হয়েছে। মহিলাদের তাৎক্ষনিক আত্মরক্ষার জন্য এই প্রশিক্ষন কর্মশালাটি যথেষ্ঠ সহায়ক হবে বলেই মনে করেন পুলিশ সুপার। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য জুড়ে মহিলাদের উপর যৌন নির্যাতন বাড়ছে। আরজিকরের নক্কারজনক ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী দল থেকে সাধারণ মানুষ। চারিদিকে শুরু হয়েছে বিক্ষোভ ও আন্দোলন। তাই আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ছাত্রী ও মহিলাদের আত্মরক্ষার উদ্যোগ নেওয়া হয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে।

You might also like!