Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

West Bengal

1 year ago

Lok Sabha Election 2024:মোদীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লাখ লাখ টাকা, বিজেপির দাবি, ওই অর্থ তাদেরই

Money found in the lodge.
Money found in the lodge.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে চলে যাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে খড়্গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকার একটি লজে অভিযান চালিয়ে প্রায় ৩২ লক্ষ টাকা পেল পুলিশ। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে জাতীয় সড়কের ধারের হোটেল এবং লজগুলিতে অভিযান করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। সেই অভিযানেই উদ্ধার হয়েছে ওই টাকা।ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। এমনকি, ওই নেতাকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গিয়েছে বলেও দাবি তৃণমূলের।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুরের এক হোটেলে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করল লাখ লাখ টাকা। এই ঘটনায় সমিত মণ্ডল নামে এক বিজেপি নেতাকে আটক করা হয়েছে। কোথা থেকে এল এত টাকা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক বিজেপি নেতাকে।

প্রায় ৩৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে ওই বিজেপি নেতার কাছ থেকে। হোটেলের মধ্যে একটি ব্যাগে সাজানো ছিল টাকার বান্ডিল। কালো একটি ব্যাগের মধ্যে একটি কাপড়ের ব্যাগও ছিল। ওই হোটেলে এক বিজেপি নেতা এবং তাঁর গাড়ির চালক ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যায়।

রবিবার বিকেলেই খড়গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠের মাঠে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর কয়েক ঘণ্টার মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর শহরের উপকণ্ঠে সাহাজক এলাকায় জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে অভিযান চালায় জেলা পুলিশের একটি দল।

অভিযান চালিয়ে একটি লাগেজ ব্যাগ থেকে প্রায় ৩৪ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে খবর সূত্রের। নির্বাচনের আবহে এই অভিযানের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে তৃণমূলের এক্স হ্যান্ডেলে। সূত্রের খবর, সে সময় হোটেলেই ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাতের রেল শহরে।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, যে মঞ্চ থেকে একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে এই বিবৃতি দিয়েছেন, সেই মঞ্চে থাকা বিজেপি নেতা ও অগ্নিমিত্রা পালের সহযোগী, সমিত মণ্ডলের কাছ থেকে পুলিশ টাকা উদ্ধার করেছে। হিসাববিহীন নগদ ৩৫ লাখ টাকা। খড়্গপুরের একটি হোটেলে জেলা পুলিশের অভিযানের সময় ৩৫ লাখেরও বেশি মূল্যের বেহিসাবি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এটা দিনের মতো পরিষ্কার যে অর্থের বিনিময়ে জয় পেতে চায়। এটা দুর্ভাগ্য তাদের জন্য, বাংলার মানুষ বা তাদের ভোট বিক্রি হয় না।


You might also like!