Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

West Bengal

1 year ago

Death in Thunderstorm: বৃষ্টিতে ভিজে সব্জি তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু বাঁকুড়ার দম্পতির

Death in Thunderstorm
Death in Thunderstorm

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাতভর বৃষ্টি চলেছে জেলায় জেলায়। শুক্রবার সকালেও পরিস্থিতি একই। প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা। বৃষ্টি মাথায় নিয়ে জমিতে সবজি তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দম্পতির। ঘটনাস্থল বাঁকুড়ার বড়জোরার ঘুটঘুড়িয়া। মৃতদের নাম নীরদ সাঁতরা ( ৬৪) এবং তারারানি সাঁতরা (৫৯)। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দিন দু’য়েক ভ্যাপসা গরমের পর বৃহস্পতিবার রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়েছে সারা রাজ্যে। বৃহস্পতিবার রাত দশটার পর থেকে ভিজছে বাঁকুড়াও। শুক্রবার সকালেও বিক্ষিপ্ত ভাবে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যেই জমিতে সব্জি তুলতে গিয়েছিলেন বড়জোড়া থানার নতুনগ্রামের বাসিন্দা নীরদ এবং তাঁর স্ত্রী তারারানি। আচমকাই ওই জমির কাছে বাজ পড়ায় তড়িদাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দম্পতি। স্থানীয়েরা তাঁদের দম্পতিকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

বড়জোড়া থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হবে। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা পরিবারের পাশে রয়েছি।’’


You might also like!