Technology

3 hours ago

WhatsApp 2025: প্রাইভেসি, মিডিয়া, এআই—এক নজরে দেখে নিন হোয়াটসঅ্যাপের সেরা আপডেটগুলো!

WhatsApp 2025
WhatsApp 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি—আজকের দিনে হোয়াটসঅ্যাপ যেন প্রত্যেকেই জীবনের অপরিহার্য অঙ্গ। শুধু কথোপকথন নয়, কাজের ফাইল আদানপ্রদান থেকে শুরু করে গ্রুপে অফিস মিটিং—সবকিছুতেই এই মেসেজিং অ্যাপ  এখন হাতিয়ার। আর সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই প্রতি বছরই নতুন নতুন আপডেট এনে থাকে মেটার মালিকানাধীন এই সংস্থা। ২০২৫ সালেও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছরে ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ  ও আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে, যা বদলে দিয়েছে ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা।

চলতি বছরের এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি এক নজরে: 

গোপনীয়তা ও সুরক্ষা—

১. এসেছে চ্যাট এক্সপোর্ট, অটো-ডাউনলোড ফিচার ব্লকিংয়ের সুবিধা। পাসওয়ার্ড ফিচার আরও সুরক্ষিত করা হয়েছে।

২. ফোন নম্বর গোপন করে ইউনিক নাম ব্যবহার করে অ্যাপ ব্যবহারের সুবিধা।

৩. গ্রুপের অপরিচিত সদস্যদের ব্যক্তিগত মেসেজ ব্লক। কেউ অহেতুক মেনশন করে বিরক্ত করলে তা-ও আটকানো সম্ভব এখন।

৪. আগের তুলনায় আরও সুরক্ষিত করা হয়েছে ‘ভিউ ওয়ান্স’ ফিচার।

মিডিয়া ও স্টেটাস—

১. এখন পাঠানো যাচ্ছে HD কোয়ালিটির ছবি ও ভিডিও।

২. বাড়ানো হয়েছে প্রেরিত ও গৃহীত ভিডিওর সময়সীমা।

৩. নতুন করে সাজানো হয়েছে স্টেটাস সেকশন। গোটা অ্যাপের লুকেই এসেছে বদল।

৪. স্টিকার সেকশনকেও সাজানো হয়েছে। যাতে কম ডেটা খরচ হয় সেদিকে নজর দেওয়া হয়েছে।

৫. সহজেই কারও স্টেটাসের রিপ্লাইয়ে ইমোজি পাঠানোর সুবিধা।

৬. একবারে একসঙ্গে ১০০ ছবি ও ভিডিও পাঠানোর সুযোগ।

৭. ফেসবুকের ধাঁচে হোয়াটসঅ্যাপ স্টেটাসেও যুক্ত করা যাচ্ছে গান।

AI পাসওয়ার্ড টুল ও ব্যাবসায়িক ফিচার— 

১. এসেছে মেসেজ সামারাইজ ফিচার। গ্রুপে দীর্ঘক্ষণের জমে থাকা মেসেজের মূল বক্তব্য জেনে নেওয়া যায় এক ক্লিকেই।

২. ব্যবসায়িক হোয়াটসঅ্যাপে একাধিক বদল এসেছে, যা কম সময়ে বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে।

৩. এআই এর সাহায্যে ডিসপ্লে ছবি তৈরির সুবিধা।

৪. বৃহত্তর ক্ষেত্রে ব্যবসায়ীদের ভিডিও ও ভয়েস কল করা ও রিসিভ করার সুযোগ।

২০২৫ সালে হোয়াটসঅ্যাপের এই আপডেটগুলি শুধু নতুনত্বের ছোঁয়া নয়, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে শুধু মেসেজ আদানপ্রদান নয়, তার চেয়েও  অনেক বেশি কিছু দিতে হবে—সেই লক্ষ্যেই পথ হাঁটছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ।


You might also like!