দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তবে আপনার জন্য একটি সুখবর রয়েছে। Infinix ভারতে একটি মিড-রেঞ্জ সেগমেন্ট স্মার্টফোন Infinix Zero 30 5G লঞ্চ করেছে। কোম্পানি 2টি স্টোরেজ ভ্যারিয়েন্টে মোবাইল ফোনটি লঞ্চ করেছে। একটি হল 8+256GB এবং অন্যটি 12+256GB-র। এই ফোনে আপনি 108MP প্রাইমারি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং ডাইমেনসিটি 8020 প্রসেসর পাবেন। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনের দাম ও ফিচার।
ভারতে Infinix Zero 30 5G মূল্য এবং লভ্যতা
এদেশে ইনফিনিক্স জিরো ৩০ ৫জি-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৩,৯৯৯ টাকা। এর উচ্চতর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ডিভাইসটি রোম গ্রিন এবং গোল্ডেন আওয়ার কালার অপশনে এসেছে। দ্বিতীয় কালার অপশনটি একটি গ্লাস ব্যাকের সাথে এসেছে, যেখানে আগেরটিতে একটি লেদার ফিনিশ রয়েছে। স্মার্টফোনটি আজ থেকে অর্থাৎ ২ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এ প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।
Infinix Zero 30 5G এর স্পেসিফিকেশন
স্ক্রিন: Infinix Zero 30 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি একটি কার্ভড এমোলেড ডিসপ্লে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 2160 পিডব্লিউডি ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যোগ করা হয়েছে।
প্রসেসর: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এক্সওএস 13 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি77 জিপিইউ রয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও থার্ড এআই সেন্সর যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix Zero 30 5G ফোনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 68 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।