Technology

1 year ago

শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix Hot 40 এবং Hot 40i,চলুন দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন সম্পর্কে

Infinix Hot 40 and Hot 40i
Infinix Hot 40 and Hot 40i

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইনফিনিক্স শীঘ্রই তাদের Infinix Hot 40 এবং Infinix Hot 40i ফোনগুলি বাজারে লঞ্চ করতে পারে। আশা করা হচ্ছে এই ফোনগুলি কম দামেই পেশ করা হবে। আপাতত এই ফোনগুলি সার্টিফিকেশ্ন সাইট এফসিসিতে দেখা গেছে। এর আগে অন্য সার্টিফিকেশ্ন সাইটেও এই ফোন দেখা গিয়েছিল। চলুন দেখে নেওয়া যাক   স্পেসিফিকেশন সম্পর্কে।

Infinix HOT 30 এর স্পেসিফিকেশন

Infinix Hot 40 এবং Infinix Hot 40i ফোনদুটি Infinix Hot 30 এবং Infinix Hot 30i ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হবে। নিচে Infinix HOT 30 এর স্পেসিফিকেশন জানানো হল।

ডিসপ্লে: Infinix HOT 30 ফোনটিতে 6.78 ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 580 নিটস পর্যন্ত পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: HOT 30 ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে virtual RAM ফিচার ব্যাবহার করে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: এই ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: Infinix Hot 30 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে সেল করা হয়।


You might also like!