Technology

1 year ago

Aadhar Card Update: ১৪ ডিসেম্বর পর্যন্ত ফ্রিতেই আধার আপডেট করা যাবে, দেখুন কী ভাবে

Aadhar Card
Aadhar Card

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়ানো হল বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhar Card Update) করা সময়সীমা। আধার কার্ডে কোনও তথ্য ভুল থাকলে তা আপডেট করার জন্য অনলাইনে ২৫ এবং অফলাইনে ৫০ টাকা চার্জ দিতে হত।

কিন্তু গত ১৫ মার্চ থেকে বিনামূল্যেই আধার আপডেট করা যায়। এবার ফ্রিতে আধার আপডেট করার সময়সীমা আরও বাড়ানো হল। আগামী ১৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আধার আপডেট করতে কোনও টাকা লাগবে না। তার পর থেকে ফের চার্জ নেওয়া হবে।

কীভাবে আপডেট করবেন আধার?

myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। এবার নাম, লিঙ্গ, ঠিকানা যে বিষয়টি আপডেট করতে চান সেই অপশনে ক্লিক করুন।

এবার নিজের মোবাইল নম্বর দিলে OTP আসবে। OTP এলে Proceed করে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করুন। এবার স্ক্রিনে আসা আধার ডিটেলসে দেখে নিন সব ঠিক আছে কি না।

সব ঠিক থাকলে Proceed করে অ্যাড্রেস প্রুফের জন্য স্ক্যান কপি আপডেট করে দিলেই কেল্লাফতে। এর পর ২৫ টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু এই কাজটি ১৪ ডিসেম্বরের আগে করলে কোনও টাকা লাগবে না।


You might also like!