Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Christian Baby Names: যীশুর জন্মমাসেই জন্মেছে আপনার কন্যা? তাহলে বেঁছে নিন এর মধ্যে যেকোনো এক নাম

Christian Baby
Christian Baby

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিসেম্বরে যীশুর জন্মদিন উপলক্ষে উৎসবে মেতে ওঠে গোটা বিশ্ব। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য এই মাস অত্যন্ত আনন্দের। মনে করা হয় এই মাস খুবই পবিত্র। এই মাসে যদি আপনার কন্যা সন্তানের জন্ম হয়ে থাকে তাহলে তার জন্য এই নামগুলি রাখতে পারেন। 

বেশিরভাগ বাবা-মা চান সন্তানের নাম ‘A’ দিয়ে রাখতে। আসলে ইংরেজি বর্ণমালায় সবার প্রথমে আসে এই অক্ষরটি। ফলে ‘এ’ দিয়ে নাম শুরু হলে সমস্ত জায়গায় অ্যালফাবেটিক্যালি আগে ডাক পাওয়া যায়। তাই এই প্রতিবেদনে রইল এমনই কিছু নাম, যেগুলি শুরু হয়েছে ‘এ’ দিয়ে…

অ্যাম্বার (Aamber)- ইংরেজিতে A আর বাংলার আ দিয়ে শুরু এই নামটি বেশ ট্রেন্ডিং। আর এর অর্থ হল সবথেকে উৎকৃষ্ট, সর্বোচ্চ, সবার উপরে রয়েছে যে।

আমান্ডা (Amanda) - ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর দিয়ে শুরু এই নামটির অর্থ হল সবাই যাকে ভালোবাসে।

আদিনা (Adina) - এই নামটির অর্থ হল সৎ, স্পর্শকাতর, দরদী হৃদয়ের মানুষ। এমন অর্থবহ একটি নাম ছোট সোনার জন্য বেছে নিতে পারেন আপনি।

আমানি (Aamani) - আ দিয়ে শুরু এই নামটি তেমন শোনা যায় না। এর অর্থ হল শান্তিপ্রিয় এবং যার চোখে অনেক স্বপ্ন আছে, রয়েছে আকাঙ্খা।

আনায়া (Aanya)- এর অর্থ হল যে মেয়েকে ঈশ্বর নিজের হাতে সুন্দর করে সাজিয়েছেন।

​আরিয়া (Aaria) - এই নামটির অর্থ আপনার মন ছুঁয়ে যাবে। সুন্দর গান বা গানের সুর বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়।

আরিয়ানা (Aariana) - এই নামটি তেমন প্রচলিত নয়। তাই আপনি যদি মেয়ের জন্য কোনও ইউনিক নামের সন্ধানে থাকেন, তাহলে এই নামটি বেছে নিতে পারেন। প্রসঙ্গত, এই নামটির অর্থ হল পবিত্র এবং যা রুপোর মতো ঝকঝকে।

​আভা (Aava)- ছোট্ট এই নামটি বাঙালি পরিবারে দারুণ মানানসই। এর অর্থ হল পাখি এবং জল থেকে উদ্ভূত এমন কিছু।

You might also like!