Life Style News

5 days ago

Railway Tunnel: বিশ্বের শীর্ষ ৫টি দীর্ঘতম রেল টানেল, রইল বিস্তারিত বর্ণনা!

Railway Tunnel
Railway Tunnel

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতেও আছে বহু রেল টানেল। তার মধ্য দিয়ে যখন কোনো ট্রেন এগিয়ে চলে তখন মনে হয় দুরন্ত গতিতে কোনো অজগর এগিয়ে চলেছে। পৃথিবীতে বিভিন্ন দেশে এভাবেই পাহাড়ের মধ্যে সুরঙ্গ কেটে ট্রেন নিয়ে যাওয়া হয়। টানেল পেরোনোর সময় অন্ধকারে অনেকে আতঙ্কেও থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই বিষয়টা উপভোগ করার মতো। বিশ্বের দীর্ঘ ৫টি রেল টানেল হলো: -

১) সুইৎজারল্যান্ডে গথার্ডস্থিত টানেল বিশ্বের মধ্যে দীর্ঘতম। সুইস আল্পসে এর দৈর্ঘ ৫৭.১ কিলোমিটার! এতটা রাস্তা অনেকের ক্ষেত্রে, ট্রেনে উপভোগ্য! তবে কারও হয়তো নয়।

২) বিশ্বের দ্বিতীয় স্থানে জাপানের সেইকান টানেল। এর দৈর্ঘ্য ৫৩.৯ কিলোমিটার। সুগারু স্ট্রেট অঞ্চলের সঙ্গে হনসু ও হোকাইদোর সঙ্গে জুড়েছে এই টানেল।

৩)  যুক্তরাজ্য এবং ইরোপের মেইনল্যান্ডে সংযোগকারী রেলওয়ে টানেল হল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী একটি  রুট। ইংলিশ চ্যানেলের নিকটবর্তী এই টানেলের দৈর্ঘ ৫০.৫ কিমি। 

৪) দক্ষিণ কোরিয়ার ইউলিয়ন টানেলের দৈর্ঘ ৫০.৩ কিলোমিটার। বিশ্বের চতুর্থ দীর্ঘতম রেলওয়ে টানেল এটি।

৫) চিনের সংসান লেক টানেল বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে। সে দেশের হাইস্পিড ট্রেনের সংখ্যা বাড়াতে এই টানেলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এর দৈর্ঘ ৩৮.৮ কিলোমিটার।  

You might also like!