Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

DIY Leaves Hair Pack: চুলের যত্নে দারুণ কার্যকরী হতে পারে এই ৩ পাতা! জানুন কোনগুলি

Hair Care (File Picture)
Hair Care (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চুলের যত্নে অনেকেই নানান রকমের পাতার ব্যাবহার করে থাকেন। তবে চুলের যত্নে কার্যকরী হতে পারে ৩ টি পাতা। তার মধ্য়ে রয়েছে ভৃঙ্গরাজ, কারি পাতা এবং জবা পাতা। তাই এই ৩ পাতা ভালো করে মিশিয়ে একটি হেয়ার মাস্ক বানিয়ে নিলেই উপকার মিলবে। জেনে নিন কী ভাবে বানাবেন এবং ব্যবহারই বা করবেন কী ভাবে?

চুলের যত্নে ভৃঙ্গরাজ

ভৃঙ্গরাজে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ, যা আপনার স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে। এমনকী মাথার তালুতে জ্বালা, চুলকানি বা অন্য কোনও সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করা হয়েছে গবেষণাতেও।

তাছাড়া ভৃঙ্গরাজে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদানও মেলে। এদিকে এর অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ স্ক্যাল্পের টক্সিন বের করে দিতে সাহায্য করে। সেই সঙ্গে চুলের বৃদ্ধিও ঘটায়। তাই তো আয়ুর্বেদ শাস্ত্রেও ভৃঙ্গরাজের কদর রয়েছে।

বন্ধু কারিপাতা

কারিপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বি মজুত রয়েছে। এছাড়াও কারিপাতায় উপকারী প্রোটিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টের সন্ধান পাওয়া যায়, যা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এই পাতায় ক্যালশিয়াম, আয়রন এবং ফসফরাসের উপস্থিতিও রয়েছে। তাই তো এই প্রাকৃতিক উপাদান পাতলা চুল ঘন করে এবং চুল পড়াও কমায়। সেই সঙ্গে চুলের বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জবা পাতাও বেশ উপকারী

​জবা ফুল ও পাতা চুলের যত্নে এতটাই উপকারী যে, আয়ুর্বেদেও এর ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। জাবা পাতায় উপস্থিত ভিটামিন সি প্রাকৃতিক ভাবেই আপনার স্ক্যাল্পের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এমনকী হেয়ার ফলিকলগুলিও মজবুত করে এবং স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে। সেই সঙ্গে এই পাতা স্ক্যাল্পের অন্দরে প্রদাহ কমায়, তাই ছোট বড় নানা সমস্যাই চলে আসে নিয়ন্ত্রণে।

You might also like!