Life Style News

4 hours ago

Mehendi Remove Tips: বিবর্ণ মেহেন্দি আর নয়—জেনে নিন মেহেন্দি তোলার চমকপ্রদ উপায়!

Mehendi Remove Tips
Mehendi Remove Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ে মানেই কনের হাতে মেহেন্দির বাহার। অলংকারের মতোই এটি বিয়ের সাজের অবিচ্ছেদ্য অংশ। হাতে ও পায়ে ঘন রঙের মেহেন্দি যেন ঐতিহ্যের ছোঁয়া আনে। কিন্তু সমস্যা হয় তখন, যখন বিয়ের পর প্রথমবার অফিসে ফেরার পালা। আধা-মুছে যাওয়া, বিবর্ণ মেহেন্দি অনেকেরই পছন্দ নয়। একদিকে পেশাদার পরিবেশে মানিয়ে চলা, অন্যদিকে হাতে রয়ে যাওয়া বিবর্ণ দাগ—এই দ্বন্দ্বে পড়েন বহু নববধূ। তবে চিন্তার কিছু নেই। ঘরে বসেই খুব সহজ কিছু উপায়ে তোলা যেতে পারে এই বিবর্ণ মেহেন্দি। নিচে রইল কার্যকরী কিছু ঘরোয়া টিপস—

• বেকিং সোডা: সকলের রান্নাঘরেই কমবেশি বেকিং সোডা থাকে। মেহেন্দির আবছা রঙ তোলার ক্ষেত্রে বেকিং সোডা ম্যাজিকের মতো কাজে লাগতে পারে।

কীভাবে ব্যবহার করবেন?

একটি বাটিতে ২-৩ চামচ বেকিং সোডা নিন। তাতে আধ কাপ লেবুর রস দিন। দু’য়ের মিশ্রণে থকথকে পেস্ট তৈরি করুন। ওই পেস্ট হাতে লাগিয়ে ভালো করে ঘষে নিন। উষ্ণ গরম জলে হাত ধুয়ে নিলে মেহেন্দি উঠতে বাধ্য। তবে এই মিশ্রণ ব্যবহারের ফলে হাতের চামড়া খসখসে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ময়েশ্চারাইজার  মেখে নিতে ভুলবেন না।

• টমেটো: টমেটোতে থাকা সাইট্রিক অ্যাসিড মেহেন্দির রঙ তুলতে সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন?

একটি টমেটো কেটে রস করে নিন। তাতে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার ভালো করে মেহেন্দি লাগানো হাতে লাগিয়ে ফেলুন। মিনিট ১৫ পর হালকা হাতে ঘষে নিন। তারপর উষ্ণ গরম জলে হাত ধুয়ে নিন। সবশেষে হাতে বডি অয়েল মেখে নিতে ভুলবেন না।

• চিনি: প্রতিটি গৃহস্থ বাড়িতেই চিনি থাকে। তা দিয়ে অত্যন্ত সহজ পদ্ধতিতে মেহেন্দির রঙ তোলা সম্ভব।

কীভাবে ব্যবহার করবেন?

একটি পাত্রে চিনির গুঁড়ো নিন। তাতে পরিমাণমতো নারকেল তেল এবং লেবুর রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ভালো করে মেহেন্দির উপর লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর হালকা হাতে ঘষে নিন। উষ্ণ গরম জলে কিছুক্ষণ হাত, পা ডুবিয়ে রাখুন। তারপর নরম তোয়ালে দিয়ে ভালো করে হাত, পা মুছে ফেলুন।  তাতেই কেল্লাফতে। সবশেষে হাত এবং পায়ে একটু ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকে ফিরবে জেল্লা।

• নুন জল: অনেকেই আবার কোনও মিশ্রণ তৈরির ঝক্কি করতে চান না। তাঁদের জন্য নুন জলই হল সবচেয়ে সহজ পন্থা।

কীভাবে ব্যবহার করবেন?

হাত, পা ডোবানো যাবে এমন একটি গামলায় উষ্ণ গরম জল নিন। তাতে কমপক্ষে ৫ চামচ নুন দিন। নুন গলে যাওয়ার পর ওই জলে হাত, পা ডুবিয়ে দিন। কমপক্ষে ২০ মিনিট এভাবে বসে থাকুন। তারপর হালকা হাতে ঘষে পা মুথে নিন। শুকনোর পর ময়েশ্চারাইজার অবশ্যই মাখুন। নইলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

• হেয়ার কন্ডিশনার: আপনার রোজকার ব্যবহৃত হেয়ার কন্ডিশনারও মেহেন্দির রঙ তুলতে ম্যাজিকের মতো কাজ করতে পারে।

কীভাবে ব্যবহার করবেন:

হাতে ভালো করে হেয়ার কন্ডিশনার মেখে নিন। কমপক্ষে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। হালকা হাতে ঘষে ঠান্ডা জলে ধুয়ে নিন। সবশেষে একটু ময়েশ্চারাইজার হাতে অবশ্যই মেখে নেবেন।

∆ সতর্কতা—

• যেকোনও উপায় ব্যবহার করার আগে ত্বকের ওপর একটি ছোট অংশে প্যাচ টেস্ট করুন।

• খুব বেশি ঘষাঘষি করবেন না—ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।

• প্রতিবার ব্যবহারের পর ত্বককে ভালোভাবে ময়েশ্চারাইজ করুন।


You might also like!