Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Sanskrit Baby Names: বাচ্চার নামের সাথে মিশে থাকুক সনাতনী ছোঁয়া!

Let the child's name be mixed with traditional touches!
Let the child's name be mixed with traditional touches!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্যজাতের জন্মের সাথে সাথে নামকরণের সময় কি নাম রাখা যায়? তা নিয়ে নানান ভাবনাচিন্তা করে থাকেন অনেকেই। নাম এমন দিতে হবে যাতে সন্তানের ভাগ্য ঠিকঠাক পথে এগোয়। অর্থাৎ নামকরণের সাথে ভাগ্যের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। তাই আসুন দেখে নেওয়া যাক কিছু সনাতনী নাম। 

অমিতাভ- এই নাম সবারই পছন্দ হবে। এর অর্থ অমিত আভা যার। বুদ্ধদেবের আরেক নামও এটি। তাই মন চাইলে এমন সুন্দর একটি নাম বেছে নিতে পারেন সন্তানের জন্য।

মহাভারতের তৃতীয় পাণ্ডবের নাম ভারতে বহুল প্রচলিত। এই শব্দের রয়েছে সুন্দর অর্থও। উজ্জ্বল ও দীপ্তিময়।

দেবাংশ- এই নামের অর্থ হল দেবতার অংশ। অনেক সময় স্বয়ং দেবতার অংশ হিসেবে উদ্ভুত এবং দৈবশক্তিপ্রাপ্ত বোঝাতেও এই শব্দটি ব্যবহার হয়। এমন শ্রুতিমধুর একটি নাম আপনি আপনার পুত্র সন্তানের জন্য বেছে নিতেই পারেন।

রিয়া- ছোট্ট ও শ্রুতিমধুর এই নামটি আপনার কন্যা সন্তানের জন্য দারুণ মাননসই। সংস্কৃতে এর অর্থ গায়িকা বা সুন্দর গান। 

বেদিকা- ‘ব’ শব্দ দিয়ে শুরু এই নামটি আপনার কন্যা সন্তানকে যে বেশ মানাবে, তাতে কোনও সন্দেহ নেই। সংস্কৃতে এই নামটির মানে হল, প্রার্থনার স্থান। যেখানে গেলে শান্তি পায় মন।

বৈদেহী- সংস্কৃত শব্দ থেকে জন্ম এই নামের। রামায়ণে জনক রাজের কন্যা সীতার অপর নাম ছিল এটি। এমন ব্যক্তিত্বময়ী একটি নামে সন্তানের নামকরণ করলে মন্দ হবে না।

ঈশান (Ishaan) - দশদিকের মধ্যে একটি দিকের নাম ঈশান। এছাড়া ভগবান শিবের নামও এটি। তাই তো আপনার পুত্র সন্তানের জন্য এই নামটি বেছে নিন।

​অশ্ববন্ত (As‍vanth)- সংস্কৃতে এর অর্থ জ্ঞানের বৃক্ষ। এই গাছের নীচে বসেই বুদ্ধদেব ধ্যান করেছিলেন। একে বোধিবৃক্ষও বলে। 

You might also like!