Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

1 year ago

Magh Purnima 2024: মাঘী পূর্ণিমায় করুন এই কাজ! মা লক্ষ্মীর আশীর্বাদেসংসারে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি

Magh Purnima 2024 (File Picture)
Magh Purnima 2024 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৈদিক জ্যোতিষ অনুসারে মাঘী পূর্ণিমা তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূ্র্ণ। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মাঘী পূর্ণিমা তিথি বিশেষ উল্লেখযোগ্য। জেনে নিন মাঘী পূর্ণিমায় কোন কোন কাজ করলে প্রসন্ন করতে পারবেন মা লক্ষ্মীকে।

শ্রীসুক্তা পাঠ করুন

মাঘী পূর্ণিমায় শ্রীসুক্ত পাঠ করলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী ও শ্রীবিষ্ণু। তার সঙ্গে এদিন কনকধারা স্তোত্র পাঠ করলেও উপকারী ফল লাভ করা সম্ভব। তার সঙ্গে এদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করা একান্ত জরুরি। এর ফলে লক্ষ্মী ও নারায়ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে।

অশ্বত্থ গাছের নীচে প্রদীপ জ্বালান

মাঘ পূর্ণিমার সন্ধেবেলা একটি অশ্বত্থ গাছের নীচে একটি ঘি-এর প্রদীপ জ্বালান। তার সঙ্গে এদিন অশ্বত্থ গাছের গোড়ায় দুধ ও জল নিবেদন করুন। এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে।

দু-দিন পর মাঘী পূর্ণিমা, ১৬ কলায় পূর্ণ হবে চাঁদ! মা লক্ষী আসবেন ৫ রাশির ঘরে

হলুদ কড়ির টোটকা

মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীকে প্রসন্ন করতে ১১টি হলুদ কড়ির টোটকা অত্যন্ত কার্যকর হতে পারে। এদিন ১১টি হলুদ কড়ি লাল বা হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন। তারপর সব রীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করুন। পুজোর পরে আলমারিতে এই কড়িগুলো রেখে দিন। এর ফলে আপনার ঘরে কোনও দিন অর্থ সম্পদের অভাব হবে না।

এই বিষয়গুলি মাথায় রাখুন

মাঘী পূর্ণিমার দিন ভোরবেলা সকালে স্নান করে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এরপর ধ্যান করুন।

মাঘী পূর্ণিমায় শ্রীবিষ্ণুর পুজো ও ধ্যান করলে শুভ ফল লাভ করা সম্ভব। পুজো শেষ করে প্রসাদ খেয়ে তবেই উপবাস ভাঙুন।

মাঘী পূর্ণিমায় আকাশে চাঁদ উঠলে তবেই মা লক্ষ্মীর পুজো করুন।

মাঘী পূর্ণিমায় মহাদেবের পুজোও করতে পারেন।

You might also like!