kolkata

6 hours ago

Tathagata criticism of state:কর্মসংস্থানকে নয়, রাজ্য ভিক্ষুকদের স্বাগত জানায়, কটাক্ষ তথাগতর

Tathagata statement on employment
Tathagata statement on employment

 

কলকাতা, ২০ আগস্ট,: “পশ্চিমবঙ্গ কর্মসংস্থানকে স্বাগত জানায় না, বরং ভিক্ষুকদের স্বাগত জানায়।” সামাজিক মাধ্যমে এই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি বুধবার এক্সবার্তায় এই সঙ্গে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠানের জন্য সমস্ত অনুপ্রেরণামূলক সুযোগ প্রত্যাহার করেছে। কারণ দরিদ্রদের সাহায্যের জন্য অর্থের প্রয়োজন।”

একটি ভিডিওতে এ ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে। তাতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গে নতুন নতুন শিল্পনীতি আসে। কিন্তু শিল্প আসেনা।”

সেটি যুক্ত করে তথাগতবাবু ওপরের মন্তব্য করেছেন।

You might also like!