Breaking News
 
Mamata Banerjee:TMCP প্রতিষ্ঠাদিবসে স্মৃতিচারণা মমতা: ‘মাথা লক্ষ্য করে গুলি চালানো হত, একজন হাত তুললেই…’ Bengal elections 2025:মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বাম, বিজেপি ও কমিশনকে নিশানা: ‘জীবন থাকাকালীন কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না’ Mamata Banerjee:‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে মমতার তোপ: ‘বাংলার বিরুদ্ধে বদনাম করতে সিনেমায় টাকা দেওয়া হচ্ছে’ TMCP Foundation Day: টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে আর জি কর প্রসঙ্গে তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের—একহাত নিলেন বিরোধীদের! SSC Exam 2025: অযোগ্যদের তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, এসএসসি নিয়োগে কড়া নজর আদালতের! Bihar On High Alert: নেপাল হয়ে বিহারে জইশ জঙ্গির অনুপ্রবেশ, গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি!

 

kolkata

4 months ago

Mamata Banerjee : প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে শিক্ষা নেওয়ার বার্তা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা : “মহাকুম্ভে অনেক লোক মারা গিয়েছে, তা থেকে শিক্ষা নিতে হবে।”  নবান্নের বৈঠকে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন। জনসমাগমের কথা মাথায় রেখে অতিথি অ্যাপায়ণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন তিনি।

এদিনের বৈঠকে মহাকুম্ভে অব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, নোডাল অফিসাররা নজর রাখুন। ভালোভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। একটা মানুষেরও যেন সমস্যা না হয়, দেখে নেবেন। প্ল্যানিং ঠিকমতো করতে হয়।” যাতে কোনও অঘটন না ঘটে তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে সেই সময় মুড়ে ফেলা হবে দিঘাকে।

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন, মহাকুম্ভের দুর্ঘটনার কথা। কীভাবে ধর্মের টানে প্রয়াগরাজে ছুটে গিয়ে প্রাণ গিয়েছিল বহু মানুষের। উত্তর প্রদেশের সেই বেদনাদায়ক স্মৃতি থেকে শিক্ষা নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন মমতা।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “মহাকুম্ভে অনেক লোক মারা গেছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। অতীত থেকে শিক্ষা নিতে হয়।”


You might also like!