Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Israeli attack :পশ্চিম তীরে ইসরায়েলের হামলা

Israeli attack
Israeli attack

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে আজ রোববার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় দুজন ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। সম্প্রতি এ নিয়ে পশ্চিম তীরে দ্বিতীয়বারের মতো হামলা চালাল ইসরায়েল।গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সংস্থা বলছে, জেনিন শরণার্থী শিবিরে আল আনসার মসজিদের কাছে একটি এলাকায় হামাসের ঘাঁটি রয়েছে। এ বছর ইসরায়েলের সেনা অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু হলো জেনিন।

গত বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তুলকারম শহরে শরণার্থী শিবিরে তারা বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন বলেছে এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

You might also like!