Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

France assures support to India at UN Security Council:রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন ফ্রান্সের

France assures support to India at UN Security Council
France assures support to India at UN Security Council

 

জেনিভা  : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী অন্তর্ভুক্তির দাবিকে ফের সমর্থন করল ফ্রান্স । জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের পক্ষে সমর্থন জানিয়েছে ফ্রান্স।

দীর্ঘদিন ধরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে ভারত। সংস্কারের পক্ষেও লাগাতার সওয়াল করছে দিল্লি। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী অন্তর্ভুক্তির দাবিকে ফের সমর্থন করল ফ্রান্স। জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের পক্ষে সমর্থন জানিয়েছে ফ্রান্স। সাধারণ সভার বার্ষিক অধিবেশনে রাষ্ট্রসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি নিকোলাস ডি রিভিয়ের জানান, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের মধ্যে আফ্রিকার দেশগুলির শক্তিশালী উপস্থিতি দেখতে চান তারা। প্যারিস ও নয়াদিল্লির কাছেও আফ্রিকার দেশগুলির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানান, রাষ্ট্রসংঘে বেশ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। যার মধ্যে নিরাপত্তা পরিষদের সংস্কার অন্যতম। পাশাপাশি, ভারতকে অবিলম্বে নিরাপত্তা কাউন্সিলের সদস্য করা হোক বলেও জানান তিনি । দীর্ঘদিন ধরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে ভারত। সংস্কারের পক্ষেও লাগাতার সওয়াল করছে দিল্লি। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী অন্তর্ভুক্তির দাবিকে ফের সমর্থন করল ফ্রান্স।

জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের পক্ষে সমর্থন জানিয়েছে ফ্রান্স। সাধারণ সভার বার্ষিক অধিবেশনে রাষ্ট্রসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি নিকোলাস ডি রিভিয়ের জানান, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের মধ্যে আফ্রিকার দেশগুলির শক্তিশালী উপস্থিতি দেখতে চান তারা। প্যারিস ও নয়াদিল্লির কাছেও আফ্রিকার দেশগুলির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানান, রাষ্ট্রসংঘে বেশ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। যার মধ্যে নিরাপত্তা পরিষদের সংস্কার অন্যতম। পাশাপাশি, ভারতকে অবিলম্বে নিরাপত্তা কাউন্সিলের সদস্য করা হোক বলেও জানান তিনি।

You might also like!