Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

International

1 year ago

Tennessee tornadoes:আমেরিকার টেনেসিতে টর্নেডোয় মৃত আন্তত ৬ জন, বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

At least 6 dead in tornado in Tennessee, many areas without power
At least 6 dead in tornado in Tennessee, many areas without power

 

ওয়াশিংটন, ১১ ডিসেম্বর  : ভয়ংকর টর্নেডোর কবলে আমেরিকার টেনেসি-সহ একাধিক এলাকা। প্রবল এই ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন।

টর্নেডো আছড়ে পড়ে টেনেসিতে। টর্নেডোর পূর্বাভাস থাকলেও ঝড়ের গতিবেগ বাড়তে থাকায় জরুরি অবস্থা জারি করা হয় ন্যাশভিল ও তার আশপাশের এলাকাগুলোতে। ন্যাশভিলের মন্টগোমারিতে তিন শিশু-সহ মৃত্যু হয় ছয় জনের। আহত ৬০। সকলের চিকিৎসা চলছে হাসপাতালে। রবিবার সকাল পর্যন্ত টেনেসির একাধিক শহরে অন্তত ৪০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। প্রকৃতির রুদ্র রোষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহরগুলোর ঘরবাড়ি, দোকান বাজারের। ঝড়ের জেরে ব্যহত হয়েছে যান চলাচলও। ন্যাশভিল বিমানবন্দর থেকে বিমান চলাচল বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে, প্রবল এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লার্কসভিল, কাম্বারল্যান্ড, স্প্রিংফিল্ড, ম্যাডিসন, হেন্ডারসনভিল ও গ্যালাটিন। একটি ভিডিও বার্তায় ক্লার্কসভিলের মেয়র জো পিটস জানিয়েছেন, “আমরা জানি গোটা এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। বহু মানুষ বিপদে পড়েছেন। এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রশাসন সব রকম সাহায্য করবে। ঝড়ের দাপট কমতেই জোর কদমে শুরু হয় উদ্ধারকাজ। এখনও টেনেসির বেশ কিছু জায়গায় হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


You might also like!