Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Horoscope

2 years ago

Shani Jayanti 2023 : শনি জয়ন্তীতে দোষ কাটালে ফিরতে পারে এই ৫ রাশির কপাল

Shani Dev
Shani Dev

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিদেব কে গ্রহরাজ বলা হয়। তাঁর কৃপায় মানুষের ভাগ্যের পরিবর্তন যেমন সম্ভব, তেমন তিনি রুষ্ট হলে জাতকের জীবনে নেমে আসতে পারে সংকটের পাহাড়। গ্রহরাজের তুলা দন্ডে পরিমাপ ক্করা হয় মানুষের কাজের আর তারই ভিত্তিতে ফল ভোগ করতে হয় মানুষকে। তাঁকে সন্তুষ্ট করতে মানুষ নানাবিধ উাপাচার করে থাকে। তবে সঠিক কাজ ও ন্যায়ের পথে থেকে তাঁকে খুশি করা সম্ভব। তাকে খুশি করার জন্য শনি জয়ন্তীর দিনটিকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয়। অমাবস্যা শনিবারে পড়লে তাকে শনি অমাবস্যা বলা হয়। এ বছর শনি জয়ন্তী ১৯ মে পড়ছে এবং এটি ৫ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে।  

তুলা রাশি: তুলা রাশির অধিপতি হলেন শুক্র এবং এই রাশিতে শনি উচ্চ অবস্থানে থাকে। তাই তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে। এই ব্যক্তির উচিত দরিদ্র ও অসহায়দের সাহায্য করা। পশুদের খাবার দিলে শনির কৃপায় তারা প্রচুর সাফল্য, অর্থ, যশ ও সুখ লাভ করবে। 

কুম্ভ রাশি: কুম্ভ রাশির অধিপতি শনি। এই মুহূর্তে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং এই রাশিতে সাড়ে সাতি চলছে। শনি জয়ন্তী কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য স্বস্তি নিয়ে আসবে। প্রচুর অর্থ লাভ হবে। পরিশ্রম, ভালবাসা ও সম্মানের ফল পাবেন।   

মকর রাশি: শনিও মকর রাশির কর্তা এবং এই রাশির অধিবাসীদের আশীর্বাদ করেন। শনির প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের নেতৃত্ব ক্ষমতা ভাল থাকে। শনি জয়ন্তীর ব্রতের মাধ্যমে চাকরি ও ব্যবসায় অগ্রগতি আসবে। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা ও উপকৃত হবেন। 

বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্র ও শনি বন্ধুত্বপূর্ণ গ্রহ। তাই বৃষ রাশির মানুষদের প্রতি শনি সর্বদাই সদয়। বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনি জয়ন্তী শুভ ফল দেবে। এই রাশির জাতকেরা  সম্পদ, পদ, সম্মান সবকিছু পাবে। জীবনে সুখ আসবে। 

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের প্রতি শনিদেব সদয় হবেন। তারা অভিভাবকদের সহযোগিতা পাবেন। কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে। কর্মজীবনে অগ্রগতি হবে। বড় সাফল্য হৃদয়কে খুশি করবে। আর্থিক লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে।  

You might also like!