Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Horoscope

2 years ago

Religion Story:দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে - কয়েকটি বিধি মেনে চলুন

lakhmi
lakhmi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতীয় পুরান এককথায় ধর্ম-দর্শন ও বিজ্ঞানের সমন্বয়। এখানে ধর্মতত্ত্বের মধ্য দিয়েই মানুষের জীবনচর্যা বর্ণিত হয়েছে। দেবী লক্ষ্মীকে আমরা অর্থের দেবী ও শান্তির দেবী বলে মানি। পুরান মতে যদি আপনিও দেব লক্ষ্মীকে খুশি করতে চান এবং তার বিশেষ কৃপা পেতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি। 

১) সাদা পরিষ্কার বস্ত্রে দেবী লক্ষ্মী আকৃষ্ট হন। তাই শুক্রবার সকালে স্নান করে সাদা কাপড় পড়ুন, এতে দেবী লক্ষ্মী খুব খুশি হন। যদি আপনার সকালে সেটি কারার সময় না হয় তাহলে আপনি সন্ধ্যেবেলা স্নান করে সাদা কাপড় পড়ুন করে।

২) লক্ষ্মী পুজো করার সময় দেবীকে পদ্মফুল ও ক্ষীর প্রদান করুন।

৩) যে ব্যক্তির জন্মকুন্ডলীতে বৃহস্পতি এবং শুক্র খুব শক্তিশালী জায়গায় বসে থাকে, তাদের জীবনে সাফল্য লেগেই থাকে। আর যদি আপনি শুক্রকে আরোও শক্তিশালী করতে চান তাহলে এই 'ওম শুঁ শুক্রায় নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করুন।

৪) দেবী লক্ষ্মীকে খুশি করতে আপনি আপনার ঘর পরিষ্কার রাখুন এবং শুক্রবার করে কখনোই ঘর অপরিষ্কার রাখবেন না। ঝাট দিয়ে ঘর মুছবেন, তাহলেই আপনার বাড়িতে দেবী লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন।

৫) শুক্রবার পিঁপড়েকে আটা ও চিনি খাওয়ান। পারলে গরুকে ময়দা খাওয়ালে ভগবান দেবী লক্ষ্মীকে খুব খুশি হন এবং জীবনে আসে সাফল্যও।


কথায় বলে, 'বিশ্বাসে মিলায় কৃষ্ণ,তর্কে বহুদূর'। তাই মনে গভীর বিশ্বাস নিয়ে পুরান কথিত এক নীতিগুলি পালন করে দেখুন।

You might also like!